হিজবুল্লাহর যুদ্ধ বিষয়ক মিডিয়া সেন্টার থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, প্রতিরোধ আন্দোলন পরিচালিত ড্রোন সন্ত্রাসীদের কয়েকটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। খালশা শহরটি আলেপ্পো দক্ষিণে অবস্থিত।
হিজবুল্লাহর মিডিয়া সেন্টার থেকে প্রচারিত ভিডিওতে দেখা গেছে- হিজবুল্লাহর ড্রোন সন্ত্রাসীদের একটি পিকআপ, একটি কমান্ড পোস্ট এবং একটি সমাবেশ কেন্দ্রে আঘাত হানছে। হিজবুল্লাহ পরিচালিত এ ড্রোনের গায়ে বসানো ক্যামেরা থেকে এসব ভিডিও তোলা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে- ড্রোন থেকে সোজাসুজি নিচেই গিয়ে দুটি বোমা লক্ষ্যবস্তুতে আঘাত করছে।
এই প্রথম হিজবুল্লাহ এ ধরনের ড্রোন হামলার কথা স্বীকার করল। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শাম বা আন-নুসরা ফ্রন্টের অবস্থানে এ হামলা চালানো হয়েছে। সম্প্রতি আন-নুসরা ফ্রন্ট নাম পরিবর্তন করে জাবহাত ফাতেহ আশ-শাম ধারণ করেছে।