শিশু ধর্ষণের অভিযোগে মামলায় জড়ালেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রোববার তার বিরুদ্ধে মামলাটি করেন ১৯৯৪ সালে ধর্ষণের শিকার নারী নিজেই।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৪ সালে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করেন ট্রাম্প।
প্রত্যক্ষদর্শী সাক্ষী টিপানি ডো বলেছেন, জোন ডো নামের কিশোরিকে ট্রাম্প এবং জেফ্রি এপস্টেইন একাধিকবার ধর্ষণ করেছেন।
আসছে ১৬ ডিসেম্বর নিউ ইয়র্কের একটি আদালতে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
অভিযোগটি মিথ্যা উল্লেখ করে ট্রাম্পের আইনজীবী অ্যালান গার্টেন বলেন, মামলাটি ট্রাম্পকে রাজনৈতিকভাবে হেয় করতেই করা হয়েছে।
এদিকে নারীদের প্রতি অবমাননাকর ভিডিও টেপের ঘটনায় দূরত্ব বাড়লেও হিলারিকে ঠেকাতে ট্রাম্পকেই সমর্থন করছেন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার পল রায়ান। সোমবার রিপাবলিকানদের সভায় যে কোন মূল্যে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রত্যয় জানান এ শীর্ষ রিপাবলিকান কর্মকর্তা।