আপনি আছেন » প্রচ্ছদ » খবর

জাপানে ভূমিকম্পে ১৫ জন আহত, সুনামি সতর্কতা প্রত্যাহার

জাপানের আবহাওয়া এজেন্সি উত্তর-পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় জারী করা সুনামি সতর্কতা তুলে নিয়েছে। শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানার পর সতর্কতা জারী করা হয়েছিল।

৭.৪ মাত্রার প্রচণ্ড সেই ভূমিকম্প আজ সকাল ছয়টার দিকে ফুকুশিমা জেলার উপকূলের অদূরে আঘাত হানে। আবহাওয়া এজেন্সি ফুকুশিমা এবং মিয়াগি জেলার উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারী করে এবং প্রশান্ত মহাসাগরের তীর বরাবর অবস্থিত অন্যান্য জেলের অধিবাসীদের জন্য পরামর্শমূলক উপদেশ প্রচার করে।

উপকূলীয় এলাকায় বসবাসরত কিছু কিছু লোকজন উঁচু ভূমিতে সরে গিয়েছিলেন। মিয়াগি জেলার সেন্দাই বন্দরে ১.৪ মিটার উঁচু ঢেউ দেখা দেয়া হওয়া সহ বেশ কিছু সুনামি জলোচ্ছ্বাস বিস্তৃত এলাকায় পৌঁছায়।

আবহাওয়া এজেন্সি পরবর্তীতে সতর্কতা নিম্নমুখী দিকে নির্ধারণ করে সেটা পরামর্শে নামিয়ে আনে এবং দুপুর একটার অল্প পরে তা তুলে নেয়।

আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়ে বলেছেন যে সেই ভূমিকম্প থেকেও সুনামি দেখা দিতে পারে।