চীন ও রাশিয়া আগামী সেপ্টেম্বর মাসে দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক মহড়া চালাবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুন আজ (বৃহস্পতিবার) একথা জানিয়েছেন।
তিনি বলেছেন, দক্ষিণ চীন সাগরের পানি ও আকাশসীমায় এ মহড়া চালানো হবে। এ মহড়াকে ‘নিয়মিত’ আখ্যায়িত করে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে এ মহড়া চালানো হবে না।
পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বেইজিং-এর তীব্র মতবিরোধ রয়েছে।
সম্প্রতি হেগের একটি আন্তর্জাতিক আদালত বলেছে, ওই সাগরের মালিকানার যে দাবি বেইজিং করে তার কোনো আইনি ভিত্তি নেই। ফিলিপাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে দেয়া এক রায়ে ওই আদালত আরো বলেছে, দক্ষিণ চীন সাগরের ওপর ম্যানিলার অর্থনৈতিক ও সার্বভৌম অধিকার চীনের হাতে লঙ্ঘিত হচ্ছে।
তবে আদালতের ওই রায় প্রত্যাখ্যান করেছে চীন।
সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহযোগিতা জোরদার করেছে চীন ও রাশিয়া। এই দুই দেশ ২০১২ সাল থেকে প্রশান্ত মহাসাগরে নিয়মিত নৌমহড়া চালাচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে নিয়ে দক্ষিণ চীন সাগরে সামরিক টহল বাড়িয়ে দিয়েছে।#