আপনি আছেন » প্রচ্ছদ » খবর

সুখে থেকো তুমি - শাহিনুর ইসলাম প্রান্ত

তুমি চলে যাবার পর খুব কেঁদেছিলাম।
এমন ভাবে চোখ দিয়ে অশ্রু ঝরছিলো
যেনো বৃষ্টিকে হার মানায়।

নির্ঘুম রাত আর অসহ্য যন্ত্রনাময় দিনগুলো।

দিশেহারা হয়ে পরেছিলাম আমি।
বার বার নিজেকে প্রশ্ন করছিলাম, কাকে বিশ্বাস করে ছিলাম আমি...??যার কাছে আমার বিন্দু পরিমান মূল্য নেই।
অসহ্য যন্ত্রনা আমার সব শান্তি কেড়ে
নিয়েছিলো।
তোমাকে হারাবার ব্যাথা আমি যেনো কোন ভাবেই মেনে নিতে পারছিলাম না।
তোমাকে হারিয়ে মনে হয় কত দিন তোমাকে দেখি নি শুধু একটু দেখার জন্য মরিহা হয়ে ছিলাম।
আমার চোখের সামনে শুধু তোমার রেখে যাওয়া স্মৃতি গুলোই ভাসতো।

আমি যখন খেতে বসতাম তখন মুখের রুচি থাকতো না,কারো সাথে কথা বলতে ইচ্ছে হতো না, যেখানে বসতাম সেখানেই নিজের সাথে নিজে কথা বলতাম,স্মৃতির পাতা গুলো চোখের সামনে এসে আমাকে আঘাতের উপর আঘাত করতো।
এক সময় ভাবতাম আমি মনে হয়
এই জগতে অপ্রয়োজনীয় হয়ে জন্ম নিয়েছি।

কিন্তু জানো, আজ বিশ্বাস করো,
সত্যি বলছি, তোমার জন্য এখন আর
আমার বুকের বাম পাশটা ব্যাথা
করেনা।

বিশ্বাস করো, তোমাকে
দেখার জন্য এখন আর আমার দু"নয়ন
অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করে
না।

বিশ্বাস করো,তোমার কথা ভেবে
এখন আর আমার নির্ঘুম রাত কাটে না।

এখন আর আমার ইচ্ছে জাগেনা
তোমার হাত ধরে গোধুলি বেলায়
হাঠতে, ইচ্ছে জাগেনা তোমায় এক
নজর দেখার জন্য পাগলের মত করতে।

এখন সত্যিই আমি অন্য রকম এক মানুষ, এখন আমার মধ্যে নেই কোন ভালবাসা,
নেই কোন আবেগ নেই কোন কষ্ট।
তোমাকে ভালোনাবাসতে না
বাসতে আজ আমি ভালবাসা শব্দটার
সঠিক বানান টা ও ভুলে গেছি।

ভুলে গেছি আমি তোমার সাথে
কাটানো সেই সময়গুলো, মাঝে
মাঝে প্রশ্ন জাগে সত্যিই কি
তোমাকে ভুলে গেছি না কি ভুলে
যাওয়ার অভিনয় করছি।

সে যাই হোক বিশ্বাস করো তোমাকে নিয়ে এখন আর আমার রাত জেগে স্বপ্ন দেখা হয় না।
রাতে যে এখন আমার বড্ড ঘুম
পায়,শত চেষ্টায়ও এখন আর আমি
রাত জাগতে পারিনা।
গভীর ঘুমেআচ্ছন্ন হয় থাকে আমার চোঁখ, আমারহার্ট এবং আমি ও আমার
ভালোবাসা।

তার পর ও বলি তুমি
ভালো থাকো সুখি হও।
সুখে থেকো,ভালো থেকো।