প্রতিদিন দুনিয়াতে ঘটছে অনেক আজব ঘটনা। কিছু কিছু ঘটনা মানুষকে হাসায়, কিছু আবার কাঁদায়। কিছু ঘটনা মানুষকে করে বিস্ময়াভিভূত। এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যে। এক ছাগল জন্ম দিয়েছে দুইটি 'মানব শিশু'। তবে দুটি বাচ্চাই মৃত জন্ম হয়। এই ঘটনায় সেখানে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভারতের একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুসারে সোমবার ছাগলটি 'দুটি মানব শিশু' জন্ম দেয়। বাচ্চা দুটির শতকরা ৭০ ভাগ মানুষের মতো। চোখ, কান এবং মুখমন্ডল মানুষের মতো। এমনকি অঙ্গ-প্রত্যঙ্গও মানুষের। শুধু কান এবং পা ছাগলের মতো। ছাগলটির মালিক ভাস্কর জানান, তিনি চার বছর ধরে ছাগলটি পালছেন এবং অদ্যবধি ছাগলটি দশটি বাচ্চা দিয়েছে যার সবগুলোই ছিল স্বাভাবিক। - See