সাধারণত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দাঁত মাজা আমাদের সকলের অভ্যাস । দিনের শুরুটাই যেই জিনিসটা দিয়ে আমরা করে থাকি তা যে কতটা ক্ষতিকারক সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা । টুথপেস্ট নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ । কিন্তু সম্প্রতি একটি গবেষণায় যা দাবি করা হয়েছে তা অত্যন্ত চিন্তার বিষয় । কারণ এমনই একটি গবেষণায় দাবি করা হয়েছে যে টুথপেস্ট থেকে হতে পারে ক্যান্সার !
গবেষণায় দাবি করা হয়েছে বেশ কয়েকটি টুথপেস্ট পরীক্ষা করে দেখা গিয়েছে তাতে ট্রাইক্লোসান নামক একটি বস্তু উপস্থিত রয়েছে । এই বস্তুটি আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক । এমনকী এর থেকে ক্যান্সারও হতে পারে ।
দি কেমিক্যাল রিসার্চ ইন টক্সিকোলজি জার্নাল সম্প্রতি ট্রাইক্লোসানের উপর করা রিসার্চ প্রকাশ করেছে । তাতে দাবি করা হয়েছে যে বেশি পরিমাণে ট্রাইক্লোসান পদার্থটি ব্যবহার করা হয়ে থাকে তাহলে তা শরীরে ক্যান্সার জন্ম দিতে পারে ।
তবে কেবল টুথপেস্ট নয়, হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট ও ডিওডোর্যান্টও ট্রাইক্লোসান ব্যবহার করা হয়ে থাকে । আপনার ত্বকের ভিতরে খুব সহজে প্রবেশ করে হরমোনাল ভারসাম্য নষ্ট করে থাকে এই পদার্থ ।
বিভিন্ন রিসার্চ বারবার ট্রাইক্লোসানের কতটা ক্ষতিকারক সেই বিষয়ে জানানো হলেও এখনও বহু সংস্থা তাদের বিভিন্ন প্রোডাক্টে তা ব্যবহার করে চলেছে ।