আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বাসমতি চালের বিফ বিরিয়ানি রেসিপি...

বাসমতী চাল দিয়ে বিরিয়ানি রাঁধতে অনেকেই পারেন না। কারো বিরিয়ানি বেশি নরম হয়ে যায়, কারো আবার চালটাই সিদ্ধ হয় না। কারো কারো বিরিয়ানিতে রয়ে যায় গন্ধ। কী করবেন? জেনে নিন ফারহিন রহমানের বীফ বিরিয়ানির একটি অসাধারণ রেসিপি। এত সহজ যে এবার আপনার বিরিয়ানি হবে একদম পারফেক্ট।

উপকরণ-

- গরুর মাংস ১/২ কেজি
- বাসমতএ চাল ২ কাপ
- কালো এলাচ ২ টা
- সাদা এলাচ ৪-৫ টা
- লং ৫-৬ টা
- গোলমরিচ ৮-১০ টা
- কাবাব চিনি ৩-৪ টা
- দারুচিনি ১ টা
- তেজপাতা ১-২ টা
- ধনে গুঁড়ো ১/২ চা চামচ
- আস্ত জিরা ১/২ চা চামচ
- জয়ফল-জয়ত্রি গুঁড়ো ১/২ চা চামচ
- মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
- লবণ স্বাদ মত
- দই ১/২ কাপ
- কেওরা জল ২ চা চামচ
- তেল পরিমাণ মত
- পেঁয়াজ কুচি ১/২ কাপ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১/২ টেবিল চামচ
- কাঁচা মরিচ ৭/৮ টা
- ঘি ২-৩ চা চামচ
- লেবুর রস ১ টেবিল চামচ
- পিঁয়াজ বেরেস্তা অল্প
- চিনি সামান্য

প্রণালি-

টিপস