আপনি আছেন » প্রচ্ছদ » খবর

তৈরি করুন কেক সাজাবার পারফেক্ট বাটার ক্রিম

কেকের সবচাইতে আকর্ষণীয় অংশ কোনটা? নিঃসন্দেহে এর ক্রিম! নরম আর মোলায়েম বাটার ক্রিম দেয়া কেকের যে স্বাদ, তা বুঝি আর কোন কিছুতেই নেই। বাটার ক্রিম বাজারে কিনতে মেলে না, মেলে প্যাকেটজাত হুইপড ক্রিম। বাটার ক্রিম ফ্রেশ তৈরি করেই কেকে ব্যবহার করতে হয়। অন্যদিকে অনেকে বাটার ক্রিম তৈরির রেসিপি জানলেও, ক্রিমটা যেন ঠিক দোকানের মত হয় না। কারো বেশী নরম হয়ে যায়, কারো শক্ত। দোকানের মত চকচকে আর মোলায়েম ক্রিম এবং যেটা দিয়ে খুব সহজেই ডিজাইন করা যায়, এমন বাটার ক্রিম তৈরি হয় না ঘরে।

বাটার ক্রিম তৈরি করতে চান ঘরেই? তাহলে প্রয়োজনীয় উপকরণ নিয়ে তৈরি হয়ে যান। আজ আমি দিচ্ছি এমন একটি রেসিপি, যেটা দিয়ে মাত্র ১০ মিনিটে আপনি তৈরি করতে পারবেন পারফেক্ট বাটার ক্রিম। আর উপাদান? উপাদান লাগবে মাত্র ৩ টি!

উপকরণ

নরম মাখন- ২০০ গ্রাম (ফ্রিজ থেকে বেরকরে ২ ঘণ্টা কক্ষ তাপমাত্রায় রাখা)
আইসিং সুগার বা মিহি গুঁড়ো করা চিনি- ৪৫০ গ্রাম
তরল দুধ- ২ টেবিল চামচ

প্রণালি-

এইবার এই মিশ্রণে যোগ করতে পারেন আপনার পছন্দমত যে কোন ফ্লেভার ও রঙ। আর কেক সাজিয়ে নিনে মনের মত করে!