এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

শিমুলিয়া ঘাটে ৫০০ যানের চাপ, পারাপার ধীর গতির

29 August 2017 10:45:37 167945370 ভোট:5/5 1 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
শিমুলিয়া ঘাটে ৫০০ যানের চাপ, পারাপার ধীর গতির

ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক যান বাহন এখন পারাপারের অপেক্ষায় রয়েছে। তীব্র স্রোত ও বাতাসের কারণে নৌপথে ফেরি চলছে অপেক্ষকৃত ধীরে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে গেছে। আবার কোরবানির গরু বহনের কারণে ট্রাকের চাপও বেড়েছে। অপেক্ষারত যানের মধ্যে ট্রাকের সংখ্যা প্রায় সাড়ে ৩ শ’। ফেরি স্বাভাবিক গতিতে চলতে না পারায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়াঘাটে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। এদিকে শিমুলিয়ার গুরুত্বপূর্ণ ৩ নম্বর ঘাট রাতে বিকল হয়ে যায়। ঘাটের পন্টুনের প্লেড সরে গিয়ে পানি উঠে যায়। এতে সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ঘাটটি পুরোপুরি বন্ধ থাকে। এতে নাইট কোচসহ বহু যান আটকা পড়ে। তবে মেরামতের পর এখন এই ঘাট দিয়ে পরাপার চলছে। এদিকে যাত্রীরা দ্রুত গন্তবে যাওয়ার জন্য লঞ্চ এবং স্পীড বোটে করেও পরাপার হচ্ছে। শিমুলিয়া বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, প্রতিদিন বাড়তি প্রায় ৩/৪ শত কোরবানির ঈদের গরুর ট্রাক ও কাভার্ড ভ্যান আসছে ঢাকার দিকে। ট্রাক খালি করে আবারও কোরবানির গরু আনতে ওপারে চলে যাচ্ছে। তার সাথে নদীতে তীব্র স্রোত ও বাতাস রয়েছে।

আবার ৩ নম্বর ঘাট সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকায় ঘাটে যানবহনের জট সৃষ্টি হচ্ছে। তিনি জানান, ফেরিগুলো পদ্মার বড় বড় আছঁড়ে পড়া ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে চলাচল করেছে। এর ফলে নির্ধারিত এক ঘন্টা ২০ মিনিটের পরিবর্তে ফেরি গুলোর পদ্মা পাড়ি দিতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে স্রোতের তীব্রতাও বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে নৌরুটে ফেরি চলাচলে বিঘিœত হচ্ছে। পুলিশ সুপর মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, ঈদ ঘরমুখো যাত্রীদের নৌরুট নির্বিঘেœ পারাপারের লক্ষ্যে শিমুলিয়া ফেরিঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঘাট এলাকায় সিসি ক্যামেরাসহ ওয়াচ টাওয়ার এবং অস্থায়ী অভিযোগ কেন্দ্রও স্থাপন করা হয়েছে। ঘরমুখো যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে ২৫০ জন পুলিশ সদস্য ছাড়াও র‌্যাব, কোস্টগার্ড, আনসার, কমিউনিটি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যানজট এড়াতে বুধবার থেকে ঈদের দিন পর্যন্ত তিন দিন নৌরুটে সকল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। এই তিন দিন ফেরিঘাট থেকে ১০ কিলোমিটার দুরে শ্রীনগরের ছনবাড়ী এবং আরও দূরের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় পন্যবাহী ট্রাকগুলোকে আটকে দেওয়া হবে।

Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ