হিট ট্রিটমেন্ট - গরমকালে প্রাকৃতিক ভাবেই তাপমাত্রা বেশি থাকে। তাই চেষ্টা করুন, এ সময়ে এমন কোনও হেয়ারস্টাইল না করতে, যাতে হিট দেওয়ার প্রয়োজন হয়।
গরম তেল - নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভাল করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তার পরে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুল এতে বেশ নরম থাকে।
রোজ চুল না ধোয়াই ভাল - রোজ রোজ চুলে শ্যাম্পু করলে চুল ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করুন, কোনও প্রাকৃতিক ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে।
ভিজে অবস্থায় মাথায় চিরুনি নয় - ভিজে চুলে চিরুনি কখনই নয়। এতে চুল ওঠে বেশি মাত্রায়। একই সঙ্গে চেষ্টা করুন, মোটা দাঁতের চিরুনি ব্যবহার করতে।
নাইট ট্রিটমেন্ট - আপনার চুল যদি ড্রাই বা ফ্রিজি হয়, তা হলে রাতে শোয়ার আগে ‘লিভ ইন’ কন্ডিশনার লাগিয়ে মাথায় তোয়ালে জড়িয়ে নিন। সকালে অবশ্যই ফল পাবেন।
Loading...
advertisement