অ্যান্টিবায়োটিক খাচ্ছেন নিয়ম করে ? কিছু হলেই, চিকিত্সকের কাছে না গিয়ে সোজা অসুধ গিলে ফেলছেন ? রোগ তো সারছে কিছুক্ষণের জন্য, কিন্তু জানেন কি অ্যান্টিবায়োটিকই ঠেলে দিচ্ছে আপনাকে আরও মারাত্বক অসুখের দিকে ?
অবাক লাগছে তো শুনতে ? কিন্তু, গবেষণা কিন্তু এমনই ইঙ্গিত দিচ্ছে । অর্থাত, একটানা যদি আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে যান, তাহলে আপনার শরীরে ই-কোলি ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে । অ্যান্টিবায়োটিক বেশি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ কমে যায় । অর্থাত, জ্বর জ্বর ভাব হোক কিম্বা গলা ব্যথা, চিকিত্সককে না দেখিয়ে যদি চট করে ওসুধ খেয়ে ফেলেন, তোলে কিন্তু বিপদ ঘনাচ্ছে ।
অতিরিক্ত অ্যান্টিবোয়টিকের প্রভাবে ই-কোলি ব্যাক্টেরিয়ার প্রভাব বাড়তে শুরু করে । যা সাধারণের তুলনায় তিনগুণ গতিবেগে বৃদ্ধি পায়। শুধু তাই নয়, ওই ব্যাকটেরিয়ার সংক্রমণ যদি একবার বাড়তে শুরু করে, তাহলে তা প্রতিরোধ করা কিন্তু বেশ মুশকিল । এমনই জানাচ্ছেন চিকিত্সকরা । অর্থাত, অল্প স্বল্প শরীর খারাপ হলে, অ্যান্টিবায়োটিক কিন্তু খাবেন না । যদি প্রয়োজন হয়, চিকিত্সকের কাছে যান । নিন তাঁর পরামর্শ । তারপরই অ্যান্টিবোয়টিক খান ।
গবেষকরা বলছেন, বেশি অ্যান্টিবায়োটিক খেলে শরীরে ভাল ব্যাকটেরিয়ার পরিমাণ কমতে শুরু করে । আর সেখানে জায়গা করে নেয় ই-কোলির মত মারাত্বক ব্যাক্টেরিয়া । ফলে, শরীরে নানারকম রোগ বাসা বাঁধতে শুরু করে । আর তাই, ভুলেও নিজের চিকিত্সা নিজে করবেন না । নিজের বিপদ বাড়াবেন না ।
- ইন্ডিয়া ডট কম