আপনি আছেন » প্রচ্ছদ » খবর

এবার ওয়াইফাই ডিভাইস আনছে গুগল!

সেপ্টেম্বর মাসে এক বছরে পা দিল গুগলের স্মার্ট ওয়ানহাব রাউটার। তবে শোনা গিয়েছে নতুন আরও একটি রাউটার বাজারে আনতে চলেছে গুগল। ‘গুগল ওয়েবসাইট টেকনো বাফেলোর খবর অনুযায়ী, নভেম্বর মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে গুগুলের ওয়াইফাই ! এই ওয়েবসাইট জানায় গুগুলের প্রথম রাউটার অর্থাৎ ওয়ানহাবের বেশ কিছু ফিচার যুক্ত থাকবে গুগলের এই নতুন ওয়াই-ফাই-তেও।

আইএফটিটিটি সাপোর্ট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আপডেটের মতো ফিচার বাদ যাচ্ছে না নতুন রাউটারেও। বাজারে আসছে গুগল ওয়াইফাই ! ছবি : টেকনো বাফেলো অন্যদিকে, গুগল ওয়াই-ফাইয়ে থাকতে পারে ‘মেশ নেটওয়ার্ক টপোলজি’, যার মাধ্যমে নির্দিষ্ট স্থানে ছড়িয়ে থাকা বিভিন্ন রাউটারের সঙ্গে সংযুক্ত হতে পারবে গুগল ওয়াই-ফাই। গুগলের নতুন স্মার্ট রাউটারটির দাম হতে পারে ১২৯ মার্কিন ডলার।

অনেকে মনে করছেন গুগলের এই রাউটার বাজারে এলে, ইন্টারনেটের ক্ষেত্রে এক নতুন বিপ্লব আসবে ৷ পিক্সেল স্মার্টফোন এবং গুগল ওয়াই-ফাই ছাড়াও সাত ইঞ্চি পর্দার একটি ট্যাব, ফোরকে উপযোগী ক্রোমকাস্ট, ডেড্রিম ভিআর হেডসেট বাজারে আনতে চলেছে গুগল। তবে ৪ অক্টোবরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে গুগল !