আপনি আছেন » প্রচ্ছদ » খবর

মাত্র ২০ সেকেন্ডেই দূর হবে ফোনের স্ক্র্যাচ!

সদ্য স্মার্টফোন কিনেছেন। স্মার্টফোনের কেসিং ঝা তকতকে এবং মসৃণ। কিন্তু একটু এদিক সেদিক হলেই স্ক্র্যাচ পড়তে পারে। এতে করে আপনার নতুন ফোনটি আপনার কাছে আর নতুন রইলো না। এই সমস্যার সমাধানে সেলফ হিলিং কেসিং তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ‘জাস্ট মোবাইল’ নামের একটি প্রতিষ্ঠান। এই কেসিং স্মার্টফোনে লাগানো থাকলে ফোনে স্ক্র্যাচ পড়লে তা স্বয়ংক্রিয়ভাবে মাত্র ২০ সেকেন্ডে দূর হয়ে যাবে। 

তবে সেলফ হিলিং সমৃদ্ধ এই কেসিং শুধুমাত্র আইফোন ৬ এস এবং আইফোন ৬ এস প্লাসের জন্য। উৎপাদনকারীরা এই কেসিংটির নাম দিয়েছেন ‘টিইএনসি’। অ্যাপলের নতুন আইফোন দুইটিতে এই কেসিং লাগালে ফোনে স্ক্র্যাচ পড়লে কেসিং সেটি নিজে নিজেই দূর করবে। 

জাস্ট মোবাইল জানিয়েছে, আইফোনের জন্য তৈরিকৃত এই কেসিংয়ে পলিকার্বোনেটেড এবং অটো হিলিং কোটিং ব্যবহার করা হয়েছে। এই কেসিং খুবই স্বচ্ছ এবং পাতলা। তাই ফোনে এটি লাগালেও কারো চোখেই পড়বে না। 

এই কেসিং শুধুমাত্র স্মার্টফোনটি স্ক্র্যাচ হাত থেকেই রক্ষা করবে না। এটি ফোনকে আরও টেকসই ও নিরাপদও রাখবে। 

জাস্ট মোবাইলের অনলাইন স্টোরে কেসিংটি পাওয়া যাচ্ছে। এটির মূল্য  ৩ হাজার ৮৮৭ টাকা।