আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ত্বকের চর্চায় ব্যবহার করতে পারেন টুথপেস্ট!

মূলত দাঁত পরিষ্কারের কাজে জন্ম হলেও টুথপেস্টে লুকিয়ে আছে অনেক গুণ। কাটা ছেড়াসহ ত্বকের নানা ধরনের নিরাপদ চর্চায় এর ব্যবহার অসাধারণ। তাৎক্ষণিক উপকারে টুথপেস্টের সুনাম রয়েছে দীর্ঘদিনের। আসুন শিখে নেয়া যাক ত্বকের যত্নে বা সৌন্দর্যচর্চায় টুথপেস্টের কিছু সাধারণ ব্যবহার।

হোয়াইট হেডস দূর

ধুলা-ময়লা, মেকআপের ধকল, ত্বকে সংক্রমণ ইত্যাদির কারণে লোমকূপ বন্ধ হয়ে হোয়াইট হেডস তৈরি হয়। হোয়াইট হেডস রয়েছে সেসব জায়গায় পুরু করে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে রাখুন পনের মিনিট। শুকানোর পর আলতো করে তুলে মুখ ধুয়ে ফেলুন। হোয়াইট হেডস থাকবে না।

ব্রণ দূর

শত চেষ্টার পরেও মুখে ব্রণের সমস্যা রয়ে গেছে। যারা এমন সমস্যায় ভুগছেন তারা রাতে ঘুমানোর আগে ব্রণের উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমাতে পারেন। সকালে উঠে দেখবেন ফোলা কমে গেছে এবং ব্যথাও কমে গেছে।

বলিরেখা দূর

অযত্ন অবহেলায় অকালেই ত্বকে বলিরেখা পড়ে। সেজন্য ঘন টুথপেস্টে পানি মিশিয়ে পাতলা করে মুখ, গলা, ঘাড়ে প্রলেপ লাগান। শুকিয়ে যাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এভাবে ব্যবহার করলে বলিরেখার সমস্যা দূর হবে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

বাইরে যাওয়ার আগে সাধারণ ফেসওয়াসের মতো টুথপেস্ট ব্যবহার করতে পারেন। প্রচুর পরিমাণে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন অনুজ্জ্বল ত্বকেও উজ্জ্বলতা ফিরে আসবে।