আপনি আছেন » প্রচ্ছদ » খবর

১৪০ অক্ষরের সীমা আর থাকছে না টুইটারে!

১৪০ অক্ষরের নিয়ম ভাঙছে টুইটার৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৪০ শব্দের সীমাবদ্ধতা উঠে যাবে টুইটারে, এমনটাই জানা গিয়েছে ভার্জের তরফ থেকে৷ যদিও মাত্রাতিরিক্ত শব্দ যোগ করার পরিষেবা এখনই  আনছে না এই মাইক্রোব্লগিং সাইট৷ জানা গিয়েছে, নতুন এই পরিষেবায় ইউজারনেম, লিংক, ভিডিও এবং ছবিগুলিকে অক্ষরের আওতা থেকে বাইরে রাখা হবে৷ পূর্বে, এই বিষয়গুলিকে অক্ষরের আওতাতেই রাখা হত৷ আর এই ইউজারনেম, লিংক, ভিডিও এবং ছবি অক্ষর হিসাবে না রাখার জন্যই ইউজাররা মনের কথা বলার জন্য পেয়ে যাবেন বেশ কিছু অতিরিক্ত অক্ষর৷

শোনা গিয়েছিল, মে মাসেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার অক্ষর সংখ্যা বাড়াতে চলেছে৷ যদিও সংস্থার তরফ থেকে এই কথা ঘোষণা করা হয়নি সেই সময়৷ কিন্তু সম্প্রতি টুইটার জ্যাক ডরসে বলেছেন, “টুইটারে আরও কথোপকথন হবে৷ এই বিষয়টি নিয়ে উৎসাহিত৷”

এতেই থেমে নেই টুইটারে শব্দ চালাচালির গল্প৷ শোনা যাচ্ছে পরবর্তী সময় টুইটারে অক্ষর সংখ্যা বাড়িয়ে ১০,০০০ করে দেওয়া হবে৷ যদিও পাকাপাকিভাবে এমন কথা এখনও জানানো হয়নি সংস্থার তরফ থেকে৷