আপনি আছেন » প্রচ্ছদ » খবর

পাইকগাছায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ

পাইকগাছায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের নেতৃত্বে ১২শ হতদরিদ্রদের মাঝে ১২ টন চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার বিআরডিবি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী, সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য টিএম হাসানুর, জি,এম, তাজউদ্দীন, মোফাজ্জেল হোসেন, অরবিন্দর মন্ডল, হারুন জমাদ্দার, আসাফুর রহমান, প্রকাশ চন্দ্র মন্ডল, জাহাঙ্গীর, রমেছা বেগম, মেরিনা সুলতানা, মিনতী রাণী। অপরদিকে, একই সময়ে চাঁদখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবুর নেতৃত্বে ২২২৩ জন হত দরিদ্রের মাঝে ২২ টন চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ফ্যামিলি প্লানিং কর্মকর্তা এস,এম, কবির উদ্দীন, সচিব মোঃ আব্বাস উদ্দীন, ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, হাসানুল্লাহ, নজরুল ইসলাম, সুষমা রাণী, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল মান্নান গাজী, হাবিবুর রহমান গাজী, মাহমুদা জামান, মশিউর রহমান, মোঃ আককাছ আলী, মোঃ ফজলুল করিম, নুরনাহার খানম। অন্যদিকে, গড়ইখালী ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের নেতৃত্বে ১৩৪৪ জন হতদরিদ্রের মাঝে ১৩টন চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি আলিম আজম, সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সালাম কেরু, আব্দুস সালাম, শহিদুল ইসলাম, হান্নান গাজী, শাহাবুদ্দীন গাইন, বিপুল মন্ডল, অচিন্ত সরদার, জগদীশ মন্ডল, মনোহর চন্দ্র মন্ডল, ইয়াছিন আলী গাইন, নাসরিন, কাজল রাণী বর্মন, সীমা বিশ্বাস।