নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে জেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন জেলার মিঠাপুকুর উপজেলার ময়েনপুর গ্রামের আবু সাইদ(৩৫) ও পীরগাছা উপজেলার পশ্চিম বারবীল গ্রামের আনারুল ইসলাম(৪৫)।
এ ছাড়া নগরীর প্রাইম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় নাশকতার প্রস্তুতি গ্রহণকালে কোতয়ালী থানা পুলিশ ইসলামী ছাত্র শিবিরের ছয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শিবির কর্মীরা হচ্ছে: নগরীর তাজহাট এলাকার রুমন মোহাম্মদ (১৯), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নুরুল হুদা (২০), জলঢাকা উপজেলার তারিকুল ইসলাম (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আসাদ হোসেন (২৪), রংপুরের বদরগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলম (২০) ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার আমজাদ হোসেন (২০)।
অভিযানের সময় কোতয়ালী পুলিশ গ্রেফতারকৃত ছাত্র শিবির কর্মীদের কাছ থেকে ধারালো চাকু, সাংগঠনিক ও জেহাদি বই এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করে।
সুত্র জানায়, গ্রেফতারকৃত জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আজ সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করা হয়েছে।