যে নতুন ফিচার গুলো থাকছে আইফোন ৭ এ
টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ৭ উন্মুক্ত হতে যাচ্ছে ৭ সেপ্টেম্বর। আর এই ফোনের উন্মুক্তের দুদিন আগে মিং-চি কু আইফোনের স্পেসিফিকেশনের তথ্য জানিয়েছে। মিং-চি’র ভবিষ্যৎবাণী বহুবছর ধরে সঠিক প্রমানিত হয়ে আসছে।
এবার দেখে নেয়া যাক নতুন আইফোনের সম্ভাব্য ফিচারগুলো-
- বর্তমানে আইফোনে রোজ গোল্ড, গোল্ড এবং সিলভার রং রয়েছে। এই রঙের পাশাপাশি যুক্ত হচ্ছে ডার্ক ব্ল্যাক এবং পিয়ানো ব্ল্যাক। এবং দুটো রঙ্গেই থাকবে গ্লসি ফিনিশ। অর্থাৎ চকচকে আবরন। যদিও কু ধারণা করছেন, পিয়ানো ব্ল্যাক আইফোনটির সাপ্লাই সীমিত হবে।
- শুরুর মডেলের ৩২ জিবি স্টোরেজ থাকবে। এছাড়াও ১২৮ জিবি এবং ২৫৬ জিবি সংস্করণ ও থাকবে।
- আইফোন ৭ প্লাসে থাকবে ৩ জিবি র্যাম এবং আইফোন ৭ এ থাকবে ২ জিবি র্যাম
- ডুয়েল লেন্স ক্যামেরা সিস্টেমের এই আইফোনে থাকবে ১২ মেগাপিক্সেল সেন্সর।
- নতুন আইফোনে থাকবে আইপিএক্স৭ ফিচার। এটি পানিরোধি হবে।
- নতুন আইফোনে থাকবেনা কোন হেডফোন জ্যাক। ফলে গান শুনতে ‘ডিজিটাল লাইটনিং পোর্ট’ অথবা ‘ব্লুটুথ’ হেডফোন ব্যবহার করতে হতে পারে।
- অ্যাপলের নতুন এ১০ প্রসেসর থাকবে নতুন আইফোনে।