ব্রিটেনের বাণিজ্য ও বিনিয়োগ বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দশ বছরে ব্রিটেন যে অস্ত্র বিক্রি করেছে তা গড়ে রাশিয়া, চীন ও ফ্রান্সের চেয়ে বেশি এবং ব্রিটেন এখন অস্ত্র রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। ব্রিটেনের এ সংস্থা বৈদেশিক বাণিজ্য বাড়ানোর বিষয়টি দেখভাল করে থাকে।
ব্রিটিশ দৈনিক ‘দ্যা ইন্ডিপেন্ডেন্ট’ এবং ‘ক্যাম্পেইন অ্যাগেইনেস্ট দ্যা আর্মস ট্রেড’ এর যৌথ বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে- ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে ব্রিটিশ সরকার ৩৯টি দেশের কাছে শুধু অস্ত্রের লাইসেন্স বিক্রি করেছে এক হাজার কোটি পাউন্ডের। এছাড়া, মানবাধিকার লঙ্ঘনের জন্য কালো তালিকাভুক্ত ৩০টি দেশের মধ্যে ২২টি দেশের কাছে ব্রিটেন ৭৯০ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে। মজার বিষয় হচ্ছে- গত পাঁচ বছর ব্রিটেন যেসব অস্ত্র বিক্রি করেছে তার এক-তৃতীয়াংশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে ব্রিটিশ অস্ত্র সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার মধ্যে সৌদি আরব এবং বাহরাইন রয়েছে। এছাড়া, ইহুদিবাদী ইসরাইলও ব্রিটিশ অস্ত্র পেয়ে আসছে।