ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন জিম্বাবুয়ের সাবেক পেস তারকা হিথ স্ট্রিক। এরপর থেকেই নতুন বোলিং কোচের সন্ধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকবার বোলিং কোচের নাম ঘোষণার সময় জানানোর পরও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে জানা যায়নি কে হতে যাচ্ছেন মাশরাফিদের পরবর্তী বোলিং কোচ। সর্বশেষ ২৭শে আগস্ট (শনিবার) বোলিং কোচের নাম জানানোর ঘোষণা দিয়েছিলো বিসিবি। কিন্তু এখনও কোনো তথ্য নিশ্চিত ভাবে জানা যায় নি। এদিকে বিসিবিত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন শনিবারের মধ্যেই কোচের নাম চূড়ান্ত করে ফেলা হবে। সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহের মধ্যেই জানানো হবে কে হতে যাচ্ছেন টাইগারদের ভবিষ্যৎ বোলিং কোচ। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, আমরা চেষ্টা করবো আজকের (শনিবার) মধ্যে নতুন কোচের নাম জানাতে। সেটি সম্ভব না হলে দুই-একদিনের মধ্যেই জানানো হবে। আশা করি ১ কিংবা ২ সেপ্টেম্বরের মধ্যে নতুন কোচকে পাওয়া যাবে।
তবে বিসিবির একটি বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে পরবর্তী বোলিং কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী পেসার অ্যালান ডোনাল্ড। এর আগে সম্ভাব্য বোলিং কোচের তালিকায় আকিব জাভেদ, চামিন্দা ভাস, চম্পকা রামানায়েকে, ভেঙ্কটেশ প্রসাদদের নাম থাকলেও তাদের কেউই যে বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন না সেটা অনেকটা নিশ্চিতই বলা যায়। নতুন করে বিসিবির পছন্দের তালিকায় উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেস তারকা কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস ও দক্ষিণ আফ্রিকান অ্যালান ডোনাল্ড। তবে এক্ষেত্রে ডোনাল্ডই এগিয়ে আছেন সবথেকে বেশি। এখন খালি তাঁর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষাতে আছে বিসিবি।