আপনি আছেন » প্রচ্ছদ » খবর

পানির বদলে ফলের জুস দিয়ে ঔষধ খেয়ে যে বিপদ ডেকে আনছেন আপনি

ট্যাবলেট তেতো হলে অনেকেই তা ফলের রস দিয়ে খান। বিশেষ করে শিশুদের অনেক সময় ফলের রস দিয়েই ওষুধ খাইয়ে থাকেন মায়েরা। এখানেই সমস্যা। ফলের রস দিয়ে ট্যাবলেট খেতে নিষেধ করল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বিশেষ করে আপেল জুস।

এতে ওষুধের কাজ করার ক্ষমতা অনেকটাই কমে ‌যায়। আরও অনেক সমস্যা হতে পারে বলে জানিয়েছে আইএমএ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রেসার ও হার্টের অসুখে ‌যারা ভুগছেন তাদের তো ফলের রস দিয়ে ওষুধ খাওয়া চলবেই না। শুধুই জল দিয়েই খেতে হবে। সংগঠনের সভাপতি কে কে আগরওয়াল জানিয়েছেন, আপেল ও কমলা লেবুর রসের সঙ্গে ওষুধ খেলে তা শেষ প‌র্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।