যাঁদের গায়ের রং একটু চাপা তাঁরা ওয়াটার-বেসড ফাউন্ডেশন ব্যবহার করুন। ক্রিম-যুক্ত ফাউন্ডেশন ব্যবহার না করাই ভাল। খেয়াল রাখবেন, আপনার স্কিন টোনের তুলনায় ফাউন্ডেশন খুব বেশি হালকা রংয়ের যেন না হয়। আপনার ত্বকের স্বাভাবিক রংয়ের সবচেয়ে কাছাকাছি যে ফাউন্ডেশন শেডটি, সেটিই বেছে নিন। তারপর কমপ্যাক্ট বা ফেস পাউডার লাগিয়ে নিন। ইচ্ছে হলে ব্লাশ-অন ব্যবহার করতে পারেন। ব্লাশ-অন ব্যবহার করলে ব্রাউন ও পিচ রং এড়িয়ে চলুন। দিনের বেলায় গাঢ় গোলাপি রং ও রাতের বেলায় ব্রোঞ্জ বা বার্গান্ডি রং ব্যবহার করে দেখতে পারেন। রাতে যদি কোনও বিশেষ অনুষ্ঠান থাকে তাহলে সোনালি রংয়ের ছোঁয়া ট্রাই করে দেখতে পারেন। শ্যামলা ত্বকে এটি কিন্তু বেশ গ্ল্যামারাস দেখায়। ঠোঁটের জন্য সবসময় ওয়র্ম রং বেছে নিন। কপার, ব্রোঞ্জ, গাঢ় লাল, বার্গান্ডি রং বেশ ভাল চলতে পারে। মেরুন বা গাঢ় বাদামি রং এড়িয়ে চলাই ভাল। এমন রং ব্যবহার করুন যা আপনার ত্বকের কমপ্লেকশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।