আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের ২য় ম্যাচ শুরু কাল

আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই নিয়ে দ্বিতীয়বারের মত চট্টগ্রামের একই ভেন্যুতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর আগে ২০০৬ সালের সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ওই টেস্ট ইনিংস ও ৮০ রানে জিতেছিলো অসিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্ট ২০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম, ‘সিরিজে ১-০ ব্যবধানে আমরা এগিয়ে আছি। এটি আমাদের জন্য বাড়তি সুবিধা। এবার আমাদের মনোযোগ ২-০ ফল করা।’

বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট ২০ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। তাই সিরিজ বাঁচাতে চট্টগ্রাম টেস্টে আরো ভালো ক্রিকেট খেলতে চান অসি অধিনায়ক স্টিভেন স্মিথ, ‘আমরা সিরিজের পিছিয়ে আছি। তাই আমাদের গত সপ্তাহের চাইতে আরো ভালো ক্রিকেট খেলতে হবে।’

সব কিছু ঠিক থাকলে আগামীকাল সকাল ১০টায় মাঠে গড়াবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ২য় ও শেষ টেস্ট। তবে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।