আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চিকেন নাগেট তৈরি করার সহজ পদ্ধতি

‘চিকেন নাগেট’ নিঃসন্দেহে বড়-ছোট সবার পছন্দের খাবারের মধ্যে একটি। এটি স্বাস্থ্যকর এবং বানানোও সহজ। আজকের ইফতারের আইটেমে কিছুটা ভিন্নতা আনতে বানিয়ে ফেলতে পারেন চিকেন নাগেট। আসুন দেখে নিই চিকেন নাগেট বানানোর রেসিপিটি।

উপকরণঃ মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম, পেঁয়াজ (কেটে নেয়া) – ১টি, ডিম-১টি, পাউরুটির স্লাইস- ৬টি, ব্রেডক্রাম্ব- ১কাপ, ময়দা- ১কাপ, পানি- ১/২ কাপ, রসুনবাটা- ১চা চামচ, লবণ- ১চা চামচ, গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ, তেল- ভাজার জন্য

পদ্ধতিঃ মুরগির মাংসের কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়ো, লবণ ও পেঁয়াজ একসাথে নিয়ে একটি ফুড প্রসেসরে মিক্স করে নিন। এই মিশ্রণটি একটি বাটিতে নিন এবং ১ টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে নাগেটের আকৃতি দিন। আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে নিন এবং পানি মেশান। এবার অপর একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন। এখন নাগেট গুলো এক এক করে নিয়ে পর্যায়ক্রমে ময়দা, ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে নিন। কয়েকটি করে নাগেট নিয়ে ৫-৬ মিনিট ডুবো তেলে ভাজুন, সোনালি-বাদামি রঙ না আসা পর্যন্ত। টমেটো সসের সাথে উপভোগ করুন মজাদার চিকেন নাগেট।