আপনি আছেন » প্রচ্ছদ » খবর

উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নতুন অবরোধ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ প্রশ্নে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা জোরদারে মার্কিন খসড়া প্রস্তাবের ওপর এ ভোটাভুটি হচ্ছে। শুক্রবার কূটনীতিকরা একথা জানান। খসড়া প্রস্তাবে নির্দিষ্ট রূপ্তানী পণ্যের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়া বার্ষিক ১শ’ কোটি ডলারের রাজস্ব হারাতে পারে। খবর এএফপি’র। এদিকে এক মাস ধরে আলোচনার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে এবং তাদের পারমানবিক অস্ত্রের পরীক্ষা বন্ধে পিংইয়ংকে চাপের মুখে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র চীনের সাথে একটি চুক্তি করে।

উল্লেখ্য, চীন হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এবং মিত্র দেশ। কূটনীতিকরা জানান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপের বিষয়ে শনিবার স্থানীয় সময় বিকেল ৩টায় (গ্রিনিচ মান সময় ১৯০০টা) নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে আরোপ করা জাতিসংঘের অবরোধ সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। দেশটি সর্বশেষ গত ২৮ জুলাই আন্তঃমহাদেশীয় যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।