ভেঙে পড়ল তুরস্কের পণ্যবাহী বিমান ৷ সোমবার কিরঘিজস্তানে বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের ৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বোয়িং ৭৪৭ কার্গো বিমান ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে ৷ সোমবার কিরঘিজস্তানের রাজধানী বিসকেক থেকে ২৫ কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে তুরস্কের একটি পণ্যবাহী বিমান।
জানা গিয়েছে, এদিন বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে পণ্যবাহী বিমানটি ৷ ঘণ কুয়াশার মধ্যে অবতরণ করার চেষ্টায় দুর্ঘটনাটি ঘেটে বলে অনুমান করা হচ্ছে ৷ স্থানীয় সময় সকাল ৭:৩০ নাগাদ অবতরণ করার কথা ছিল বিমানটির ৷ মারা গিয়েছেন বিমানটির পাইলট-সহ চার ক্রিউ মেম্বার। রানওয়ের কাছে কয়েকটি বাড়ির ধাক্কা লাগে। বিমানের ধাক্কায় প্রায় ১৫টি বাড়ি ধুলোয় মিশে গিয়েছে। এখনও পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের মধ্যে ৬টি শিশুও রয়েছে। আপাতত উদ্ধার কাজের জন্য বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷