আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ছেলেদের থেকে মেয়েদের মোটা হওয়ার প্রবণতা বেশি, কারণ...

পুরুষদের চেয়ে মহিলাদের মোটা হয়ে ‌যাওয়ার প্রবণতা অনেক বেশি। এমনটাই বলছে সমীক্ষা। এর অন্যতম কারণ হরমোন। মহিলাদের দৈনিক জীবনে ও জৈবিক চক্রে হরমোন যেমন প্রভাব ফেলে, ঠিক তেমনই ওজন বৃদ্ধিতেও হরমোন দায়ী। এরকমই কয়েকটি হরমোন, যা ওজন বাড়ায়।

থাইরয়েড হরমোন: হাইপোথাইরোডিজ়ম মহিলাদের ওজন বাড়াতে অন্যতম কারণ। থাইরয়েড হরমোনের অভাবে হাইপোথাইরোডিজ়ম বাড়িয়ে থাকে। এর ফলে মানসিক পরিশ্রান্তি, কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যায়।

প্রজেস্টেটরন: মেনোপজ় চলাকালীন নারী শরীরে আরও একটি হরমোনের মাত্রা কমে যায়। তা হল প্রজেস্টেরন। সরাসরি ওজন বাড়াতে সাহায্য না করলেও প্রজেস্টেরন হরমোনটি শরীরকে অতি মাত্রায় ফোলাতে সাহায্য করে। এমনকী, শরীরকে ভারীও করে তোলে এই হরমোন।

টেস্টোস্টেরন: অনেকেই পলিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যায় ভোগেন। সেক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন দায়ী। এই হরমোনের মাত্রা বেড়ে গেলে পলিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা দেখা দেয়। ওজনেও বৃদ্ধি ঘটায়। মুখে অবাঞ্ছিত রোমের দাপট বাড়তে থাকে। বাড়তে থাকে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারে মাত্রাও।

ইস্ট্রোজেন : এই হরমোনটি শুধু নারী শরীরেই বর্তমান। মেনোপজ় চলাকালীন ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যায়। এর ফলে ওজনও বেড়ে যায়। ইস্ট্রোজেনের প্রভাবে ফ্যাটের কোশগুলি ক্যালোরিতে পরিবর্তিত হয়। যা ওবেসিটির মতো সমস্যা ডেকে আনে।