২০০ গ্রাম সরিষার তেল এককাপ তাজা মেহেদী পাতার সহযোগে জ্বাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পাতা কালচে রঙ ধারণ করে। জ্বাল দেয়া সরিষার তেল এয়ার টাইট বোতলে সংরক্ষণ করে সপ্তাহে তিনবার ব্যবহার করতে হবে। ভালো ফল পেতে রাতে ঘুমাবার আগে ব্যবহার করা উত্তম। এছাড়াও ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল এবং এক চা চামচ মধু ভালো ভাবে মিশিয়ে পেস্টের ন্যায় করে নিতে হবে। এই পেস্ট মাথায় মেখে ২০ মিনিট পর প্রথমে ঠাণ্ডা পানি পরে শ্যাম্পু করে মাথা ধুয়ে নিতে হবে। সপ্তাহে একবার ব্যবহার করতে থাকলে চুল ঘন হবে অচিরেই।