রাইস পাউডারের সঙ্গে শশার রস এবং লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। এটি মুখে লাগালে এজ স্পট কমে গিয়ে ত্বক টানাটান হবে। ফলে বয়সের ছাপ কমতে শুরু করবে। প্রসঙ্গত, এই ফেস প্যাকটি পুড়ে যাওয়া ত্বককে স্বাভাবিক করতেও দারুন কাজে আসে।
মুখের উপরি অংশে সময়ে সময়ে জমতে থাকে মৃত ত্বক। এইসব মৃত স্কিন সেলগুলিকে যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু বিপদ! কারণ যত জমতে থাকে, তত ত্বকের সৌন্দর্য কমে যায়। তাই মৃত ত্বক দূর করতে রাইস পাইডারের সঙ্গে মধু অথবা অলিভ অয়েল মিশিয়ে একটা স্কার্ব বানিয়ে ফেলুন। তারপর সেটি মুখে লাগান। তাহলেই দেখবেন মৃত ত্বকেদের নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না।