আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা, ৭ নম্বর বিপদ সংকেত

বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকালে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যেটি বিকেলে আরও ঘনীভূত হয়েছে। শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণাবর্ত আজ দেশের উপকূল এলাকায় আছড়ে পড়তে পারে। সম্ভবত আগামিকাল দুপুর নাগাদ চট্টগ্রাম উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোরা। এটি একটি থাই শব্দ। 

গতকালের আবহাওয়া রিপোর্ট বলছে বঙ্গোপসাগরের পূর্বদিকে চট্টগ্রাম বন্দর থেকে ৭৭০ কিলোমিটার দূরে ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে ৬৯০ কিলোমিটার দূরে রয়েছে কক্সবাজার বন্দর। ৭৯০ কিলোমিটার দূরে রয়েছে মোংলা বন্দর এবং ৭৩৫ কিলোমিটার দূরে রয়েছে পায়রা বন্দর।  এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে।