এক্সপেরিমেন্ট করতে ভয় পান না প্রবীণ ডিজাইনার রিতু কুমার। তাই তসর আর সিল্ক ছেড়ে এবার নতুন ধরনের ফ্যাব্রিক নিয়ে কাজ করছেন তিনি। সাসটেনেব্ল ফ্যাশনে বিশ্বাসী রিতু কুমারের ব্র্যান্ড। সেই ধারা বজায় রেখে তাঁর নতুন সামার কালেকশন। কালেকশনে রয়েছে বেশ কিছু লিনেন শাড়ি। যা বোনার সময় ব্যবহার করা হয়েছে সয়াবিন আর কলা! শাড়ির জমি আরও পোক্ত বানাতেই এই অভিনব প্রয়াস। এতে শাড়ি পরার সময় সেগুলো গায়ে আরও ভাল বসবে।
‘‘আমরা সাধারণত ভাগলপুরী বা মালবেরি সিল্ক ব্যবহার করি শাড়িতে। কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট করায় বেশ একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম এসেছে শাড়িগুলোর মধ্যে,’’ বললেন রিতু কুমার। শাড়িগুলোর প্রিন্টে তাঁর নিজের হাতের লেখা ব্যবহার হয়েছে মোটিফ হিসেবে। কিন্তু এত কিছু থাকতে শুধু কলা আর সয়াবিনই কেন বেছে নিলেন? ডিজাইনার জানালেন, সয়াবিন আর কলায় সেলুলয়েস ফাইবার রয়েছে। শাড়ি বোনার সময়ে এগুলো সুতোর সঙ্গে মেশালে দারুণ টেক্সচার তৈরি হয়। আর এগুলো খুব হালকা হয় বলে গরমে পরতেও অসুবিধে হয় না।
- খবর এবেলা