আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ফ্রিজ পরিস্কার করি, তাও গন্ধ হয়, কি করে গন্ধ দূর করবো?

সমাধান - 

১ - বেকিং সোডা একটা বাটিতে করে রেখেদিন গন্ধ চলে যাবে,

২ - লেবুর রস দিয়ে ভালো করে ফ্রিজের কেস ও ফ্রিজ পরিস্কার করুন, সাথে লেবুর কয়েকটি টুকরো ফ্রিজের ভেতর রেখে দিন, গন্ধ চলে যাবে ।

৩ - এক কাপ পানিতে সরিষা ভিজিয়ে রেখে দিন ।

৪ - গ্রিন ট্রির টি ব্যাগটি চা পানের পর কাপসহ রেখে দিন, ১০০% গন্ধ চলে যাবে।

৫ - একটা ছোট কৌটায় করে বেকিং সোডা রাখলে এক কোনায় তাহলে আর গন্ধ হবে না।।এছাড়া কাচা লেবু রাখলে কয়দিন পর নস্ট হয়ে যায়,তাই লেবুর খোসা শুকিয়ে কোনায় কোনায় রাখলেও গন্ধ হয়না