আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বাংলাদেশ বনাম শ্রীলংকা ২০১৮ লাইভ স্কোর ও টেলিকাস্ট [স্ট্রিমিং]

আগামীকাল ১৯ জানুয়ারি ২০১৮। আজ ঢাকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও শ্রীলংকা অংশগ্রহণ করছে এই সিরিজে। সিরিজের টাইটেল স্পন্সর ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং রকেট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। প্রতিটি খেলা সম্প্রচার করবে গাজীটিভি, বিটিভি [বাংলাদেশ টেলিভিশন], স্টার স্পোর্টস সিলেক্ট ২ এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি। খেলা অনুষ্ঠিত হবে শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ বনাম শ্রীলংকা, ত্রিদেশীয় সিরিজ লাইভ স্ট্রিমিং সরাসরিঃ কখন ও কোন চ্যানেলে দেখবেন ম্যাচ, লাইভ কভারেজ

ম্যাচ কখন অনুষ্ঠিত হবে?

বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার ১৯ জানুয়ারি ২০১৮

কোথায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ?

বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে।

কোন সময়ে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ শুরু হবে?

বাংলাদেশ - শ্রীলংকা ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। টস অনুষ্ঠিত হবে সকাল ১১ টা ৩০ মিনিটে

বাংলাদেশ শ্রীলংকা ম্যাচ সরাসরি স্ট্রিমিং করবে কোন ওয়েবসাইট?

বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ সরাসরি দেখতে পারবেন হট স্টার ও র‍্যাপিড হোল বিডি এর অ্যাপ এ

বাংলাদেশ দল: তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাকিব আল হাসান,মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, মো: মিথুন, মাশরাফি এবং মো: সাইফুদ্দিন।

শ্রীলঙ্কা দল: ম্যাথিউস, চামিরা, চান্দিমাল, ধন্নজয়া, ডি সিলভা, ডিকওয়ালা, ফার্নান্দো, গুনারত্নে, গুনাতিলাকা, লাকমল, মাধুশঙ্ক, ম্যান্ডিস, কুশল প্যারেরা, থিসারা প্যারেরা, সান্দকান এবং থারাঙ্গা।