আগামী জুনে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর আয়ারল্যান্ডে তিন জাতির সিরিজ খেলার খেলার জন্য বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে । সেখানে সাসেক্সে চলছে আসন্ন দুই প্রতিযোগিতার জন্য বাংলাদেশের নিবিড় অনুশীলন । ১০ দিনের এই কন্ডিশনিং ক্যাম্পের মাঝে বাংলাদেশ খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ । যার প্রথমটি অনুষ্ঠিত হবে আজ । আজকের অনুশীলন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ডিউক অব নরফোক। অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় । দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।অনুশীলন ম্যাচ হলেও ইংল্যান্ডের ঠাণ্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বেশ গুরুত্ব পাচ্ছে ম্যাচটি । যদিও আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে খেলছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । তাকে হটাত করেই গতকাল দেশে ফিরে আসতে হয়েছে । সেই ক্ষেত্রে আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান । অন্যদিকে আইপিএলে ব্যস্ত থাকায় দলের সাথে নেই সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান । অন্যদিকে মোস্তাফিজ না থাকায় রুবেল হোসেন আজ সুযোগ পেতে পারেন । এদিকে সামনেই প্রথমে যেহেতু আয়ারল্যান্ডে সিরিজ তাই আজ নাসিরের খেলার সম্ভাবনা আছে ।
আজকের ম্যাচে বাংলাদেশ দল (সম্ভাব্য):
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম/শুভাশিষ রায়।