ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। মিডিয়াা সূত্রের খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে করাচির হাসপাতালে ভর্তি দাউদ। যদিও দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল এটি গুজব বলে উড়িয়ে দিয়েছে। দাউদ সুস্থ ও স্বাভাবিক আছে বলেই শাকিল জানিয়েছে। হার্ট অ্যাটাকের পর সঙ্কটজনক দাউদ ইব্রাহাম!
অন্য একটি মিডিয়া সূত্রের খবর, প্যারালাইসিস অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছে দাউদ। দাউদকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলেও সূত্রের তরফে জানানো হয়েছে। তবে অনেকেই মনে করছেন সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে করাচির হাসপাতালে ভর্তি হয়েছিল দাউদ। সেখানে তার মৃত্য়ু হয়েছে। যদিও বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল কান্ডারী ছিল দাউদ ইব্রাহিম, টাইগার মেমন ও ইয়াকুব মেমন। এর মধ্যে ইয়াকুব মেমনকে গতবছরে ফাঁসি দিয়েছে আদালত। তবে দাউদ ও টাইগার এখনও ভারতের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।