আপনি আছেন » প্রচ্ছদ » খবর

উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত, অন্তত ৪৫ জন নিহত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরের কাছে একটি এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৪৫ যাত্রী নিহত হয়েছে। পাটনা থেকে ইন্দোরগামী ট্রেনটি আজ (রোববার) ভোররাত ৩টার দিকে কানপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়ান শহরের কাছে এ দুর্ঘটনায় পড়ে।

দ্রুতগামী ট্রেনটি গভীর রাতে কীভাবে লাইনচ্যুত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উত্তর প্রদেশ পুলিশের এডিজি দলিত সিং চৌধুরি জানিয়েছেন, এ পর্যন্ত দুর্ঘটনাকবলিত বগিগুলো থেকে ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

কানপুর রেঞ্জের ডিআইজ রাজেশ মোদাক জানিয়েছেন, দুর্ঘটনায় পাটনা-ইন্দোর এক্সপ্রেসের দু’টি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুই বগির বেশিরভাগ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করেছেন তিনি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব রাজ্যের পুলিশ প্রধানকে ব্যক্তিগতভাবে উদ্ধারকাজ তদারকির দায়িত্ব দিয়েছেন। সেইসঙ্গে রাজ্যের রেলমন্ত্রী সুরেশ প্রভু পেয়েছেন দুর্ঘটনার কারণ অনুসদ্ধানের দায়িত্ব।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে যাত্রীবাহী বাস পাঠানো হয়েছে বলে উত্তরাঞ্চলীয় রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন।