দক্ষিণ চীন সাগর থেকে আমেরিকার একটি সামুদ্রিক ড্রোন আটক করেছে চীন। মার্কিন অজ্ঞাত এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন টেলিভিশন এ খবর দিয়েছে। চালকবিহীন ইউএসএনএস বাউডিচ নামের এ ড্রোন পানির নিচে কাজ করছিল।
চীনের নৌবাহিনী সুবিক বে বন্দরের ১০০ মাইল দূরে দুটি ড্রোন থামায় এবং চীনের জাহাজ তারমধ্যে একটিকে আটক করে। গণমাধ্যমের দাবি অনুযায়ী, চীনা নৌবাহিনীর সঙ্গে এ সময় রেডিও যোগাযোগ করা হলেও তারা তাতে সাড়া দেয় নি।
দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে টানপড়েন চলছে। ওই অঞ্চলে আমেরিকা সরাসরি কোনো পক্ষ না হলেও আঞ্চলিক কয়েকটি দেশকে চীনের বিরুদ্ধে উসকানি দিচ্ছে। এছাড়া, চীনের প্রতিবাদ সত্ত্বেও মার্কিন যুদ্ধাজাহাজগুলো দক্ষিণ চীন সাগরের চীনা সমুদ্রসীমার কাছে টহল দিচ্ছে। এ নিয়ে চীন ও আমেরিকার মধ্যে এক ধরনের সামরিক উত্তেজনা বিরাজ করছে।