আপনি আছেন » প্রচ্ছদ » খবর

আবহাওয়ার খবর, ৪ এপ্রিল ২০১৭

বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিস আজ সকালে এ তথ্য জানায়। এ ছাড়া আবহাওয়ার পূর্ভাবাসে আরও বলা হয়, ময়মানসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে । আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৪৭ মিনিটে। আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বলে বলে আবহাওয়া অফিস জানায় । আজ সূর্যাস্ত হবে ৬টা ১৬ মিনিটে।

খবর - বাসস