আপনি আছেন » প্রচ্ছদ » খবর

লেপ ও কোম্বল সঠিক ভাবে পরিষ্কার করে সংরক্ষণের পদ্ধতি

কাঁথা

কাঁথা সাধারণত পাতলা বা হালকা মোটা হয়ে থাকে, এগুলো ধোয়াও খুব সহজ। কাঁথা যে কোনো লন্ড্রি ওয়াশ বা ঘরে হ্যান্ড ওয়াশ করা যায়। ঘরে হ্যান্ড ওয়াশ করতে চাইলে প্রথমে ডিটারজেন্ট দিয়ে ২০/৩০ মিনিট ভিজিয়ে হাতে কেঁচে ধুয়ে ফেলতে হবে।

কম্বল

কম্বল সাধারণত অনেকেই ড্রাই ওয়াশ করিয়ে থাকে। কিন্তু, ইচ্ছে থাকলে ঘরেই কম্বল ধোয়া সম্ভব। তার জন্য লাগবে শ্যাম্পু। শ্যাম্পু তে ১০মিনিট ভিজিয়ে রেখে সাথে সাথে হালকা হাতে ধুয়ে ফেলতে হবে। এরপর পানি ঝরিয়ে ছায়াযুক্ত স্থানে বাতাসে শুকাতে হবে। আর ব্যবহারের পর মাঝে মাঝে হালকা রোদে দিতে হবে। যাদের কম্বল থেকে এলার্জি হয় তারা অবশ্যই কম্বলে কভার ব্যবহার করুন।

লেপ

শিমুল তুলার লেপ কখনই ধোয়া বা ড্রাই ওয়াশ করা যায় না। তাই লেপ টাকে শুধু মাত্র রোদে দিয়েই ব্যবহার করতে হবে। তাই লেপের কভারটা মাঝে মাঝে ধুয়ে দিতে হবে। তাহলেই আপনার লেপ পরিষ্কার থাকবে।

শীতে সব চেয়ে জরুরী জিনিস হল লেপ কম্বল। আর সেটা পরিষ্কার থাকুক তা সবারই কাম্য। পরিষ্কার লেপ কম্বল ব্যবহারের মাধ্যমে অনেক রকম এলার্জি ও হাঁপানী থেকে সুস্থ থাকা সম্ভব। তাই এই শীতে পরিষ্কার লেপ কম্বল ব্যবহার করে শীত আরো উপভোগ করুন।