ইতালির উপকূল-রক্ষা বিভাগ জানিয়েছে, চার ব্যক্তিকে লিবিয়া ও ইতালির সমুদ্র-সীমার মাঝামাঝি অঞ্চল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর ডুবে-যাওয়া ওই নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১৩ শরণার্থীর লাশ। শরণার্থীবাহী নৌকাটি লিবিয়া উপকূলের প্রায় ৫০ কিলোমিটারের কাছে ডুবে যায়।
ইতালি, স্পেন ও ফ্রান্সের নৌ আর বাণিজ্য জাহাজ এবং একটি বিমান ও হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বলে ইতালির উপকূল-রক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন।
ইতালি সরকারের হিসেব মতে কেবল লিবিয়া থেকেই গত বছরে এক লাখ ৮১ হাজার শরণার্থী ইতালিতে এসেছে। গত বছর ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে আসতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে পাঁচ হাজার শরণার্থী প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা আইওএম জানিয়েছে।
গত কয়েক বছরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় তাকফিরি সন্ত্রাসী তৎপরতা শুরু হওয়ার পর থেকে ইউরোপে শরণার্থী সংকট জোরদার হয়েছে। পশ্চিমা সরকারগুলো তাকফিরিদের অর্থ ও অস্ত্র সহায়তাসহ নানা ধরনের সহায়তা না দিলে এ পরিস্থিতি সৃষ্টি হত না বলে বিশ্লেষকরা মনে করছেন।