আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ব্ল্যাক সি তে বিধ্বস্ত রূশ বিমান, নিহত ৯১

রুশ বায়ুসেনার একটি বিমান অ্যাডলার সিটি থেকে ওড়ার খানিক পরেই রাডার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই বিমান। মিডিয়া সূত্রের খবর রবিবার মাঝ আকাশেই ভেঙে পড়ে বিমানটি। বিমানের যাত্রীদের কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছে কর্তৃপক্ষ।


Tu-154 বিমানটিতে ৯১ জন যাত্রী ছিলেন। ব্ল্যাক সি থেকে ১.৫ কিলোমিটার দুরে ব্ল্যাক সিতে ৫০-৭০ মিটার গভীরে বিমানের ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া গিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে স্থানীয় সংবাদপত্রে জানানো হয়েছে। সামরিক বিমানটি ৮৩ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্য নিয়ে যাত্রা করছিল। স্থানীয় সময় রবিবার সকাল ৫ টা ২০ মিনিট নাগাদ সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ার জন্য উড়ান শুরু করে। মাত্র ২০ মিনিটের মাথায় বিমানটি ভেঙে পড়ে।