ভোটার তালিকা নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
বুধবার এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন এ কথা জানান।
ভোটার হতে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য অথবা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য https://services.nidw.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন সম্পাদন করতে চারটি ধাপে তথ্য পূরণ এবং পাসওয়ার্ড দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে মোবাইল বা ই-মেইলে পাঠানো বার্তার মাধ্যমে নিজস্ব একাউন্ট কার্যকর করতে হবে।
একাউন্ট কার্যকর হলে প্রত্যেকেই তাঁর ফরম পূরণের সময় দেওয়া তথ্য অনলাইনে দেখতে পাবেন এবং সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
অনলাইন এই প্রক্রিয়ার মাধ্যমে নামের বানান, ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর, রক্তের গ্রুপ ইত্যাদি প্রয়োজনীয় সব তথ্য সংশোধন করা যাবে। তবে সংশোধনের সময় ইসির চাহিদামতো প্রমাণাদি দিতে হতে পারে বলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন জানান।
এছাড়া অনলাইনে আবেদনের পাশাপাশি লিখিত আবেদনের মাধ্যমেও তথ্য সংশোধন ও নতুন ভোটার হওয়া যাবে।