৮ বছরের মেয়েটি খেলছিল রেলের ফেনসিংয়ের সামনে। পাশেই মাঠে কাজ করছিল তার বাবা-মা। খেলার ছলেই ফেন্সের মধ্যে আটকে যায় মেয়েটির গলা। ছটফট করায় প্রায় দমই বন্ধ হওয়ার জোগাড় হয়। তবে সৌভাগ্যবশত এক পুলিশ অফিসারের চোখে ব্যাপারটি পড়ে যাওয়ায় দমকমের সাহায্যে তিনি অসাধারণ দক্ষতায় মেয়েটিকে বাঁচান।
ঘটনাটি ঘটেছে উত্তর চিনের জিশিয়ান প্রদেশে। পেশায় খেতমজুর বাবা-মায়ের সঙ্গে থাকে ৮ বছরের মেয়েটি। রোজই কাজে আসার পথে মেয়েকে নিয়ে যেতেন তাঁরা। আবার ফেরার সময় নিয়ে যেতেন। সে দিনও তাই করেছিলেন। কিন্তু অসাবধানে দুর্ঘটনা ঘটে যায়। ফেন্সিংয়ের মধ্যে মাথাটি এমনভাবে আটকে যায় যে সেটি না কেটে মাথা বার করা মুশকিল হত। স্থানীয় এক পুলিশ অফিসারের উদ্যোগে ২৫ মিনিটের মধ্যে দমকল এসে মাঝ বরাবর ফেন্সটি সামান্য কেটে জায়গাটি চওড়া করে মেয়েটিকে উদ্ধার করে।