ফেসবুক ব্যাবহারকারী দের জন্য সুখবর! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভয়েস কল সেবা ছিল আগেই, এবার বিশ্বব্যাপী ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ভিডিও কল সেবা উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। দ্য ভার্জের খবরে বলা হয়েছে, গত মাসে ১৮টি দেশে ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল সেবা চালু করা হয়। আর সম্প্রতি বিশ্বের প্রায় সব দেশেই ফেসবুক মেসেঞ্জার থেকে বিনা মূল্যে ভিডিও কল করার সেবাটি চালু করা হয়েছে। তবে কয়েকটি দেশে এখনো এই ফিচারটি বন্ধ রাখা হয়েছে ভিডিওর মান উন্নত করার জন্য। প্রযুক্তি বাজার বিশ্লেষকরা মনে করছেন, ফেসুবক মেসেঞ্জারে ভিডিও কল সেবা চালু করার ফলে তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়বে মাইক্রোসফটের স্কাইপে, গুগলের হ্যাংআউট এবং অ্যাপলের ফেসটাইম সেবা।