আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কাউন্টিতে প্রথম ম্যাচেই মুস্তাফিজের ৪উইকেট! দেখুন হাইলাইটস

এলাম, দেখলাম, জয় করলাম। বৃহস্পতিবার রাতে ইংলিশ কাউন্টিতে বাংলাদেশি মিস্ট্রি পেসার মুস্তাফিজুর রহমানের সাসেক্সের হয়ে অভিষেক অনেকটা এমনই ছিল।

এসেক্সের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান খরচায় ৪ উইকেট স্বীকার করে নেন মুস্তাফিজ। সে সাথে দলের ২৪ রানের জয় নিশ্চিত করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বৃহস্পতিবার রাতে চেমসফোর্ডের ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে টস হেরে ব্যাট করতে নেমে ক্রিস জর্ডানে ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে হারিয়ে ২০০ রান সংগ্রহ করে সাসেক্স।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ওপেনার ডেন লরেন্স ও টম উইসলের ব্যাটে ভালোই জবাব দিতে থাকে এসেক্স।

পাওয়ারপ্লের পরের ওভারে উইসলে ২৩ রানে আউট হলে অধিনায়ক রবি বোপারা দলের হাল ধরেন। কিন্তু রান বেঁধে রেখে দুর্দান্ত স্পেলে এসেক্সকে ১৭৬ রানে থামায় মুস্তাফিজ।

১৫তম ওভারে উইকেটে থিতু ব্যাটসম্যান বোপারাকে আউট করেন তিনি। পরের ওভারেই জেমস ফস্টারের উইকেট তুলে নেন মুস্তাফিজ।

মুস্তাফিজের ম্যাজিকে টিকতে পারেনি অভিজ্ঞ রায়ান টেন ডেসকাটে ও কুলাম টেইলর।ফলে ২০ ওভার শেষে ৮ উইকেটে থামে এসেক্সের ইনিংস।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ফিলিপ সল্টের ১৯ বলে ৩৩ ও অধিনায়ক লুক রাইটের ২৪ বলে ৩২ রানের সুবাদে ভাল সূচনা করে সাসেক্স।

শেষের দিকে ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডানের ২৮ বলে ৪৫ রানের ইনিংসে ভর করে ২০০ রান সংগ্রহ করে।