আপনি আছেন » প্রচ্ছদ » খবর

সঙ্গী অন্যকারো সাথে কথা বলে! যেভাবে ধরবেন হাতেনাতে

বেশ কয়েকদিন ধরেই আপনার সঙ্গীকে অন্যমনস্ক লাগছে। আপনার সঙ্গে থাকলেও তার মন রয়েছে অন্য কোথাও। সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত। অতচ আপনি কাছে গেলেই ফোন সরিয়ে রাখছেন। এরকম আচরণে মনের মধ্যে জন্মেছে সন্দেহ। তাহলে কী আপনার অগোচরে আপনার সঙ্গীর জীবনে এসেছে অন্য কেউ? আপনাকে কী তাহলে চিট করছে তিনি। কিন্তু আপনার কাছে সেরকম প্রমানও নেই। কেবল সন্দেহের বশে এমন কিছু করতেও সাহস হচ্ছে না যাতে আপনাদের সম্পর্ক অকারণে ভেঙে যায়। তাই কেবল মনে হচ্ছে একবার যদি তার ফোনটা দেখা যেত তাহলে আর কোনও সন্দেহ থাকত না। কিন্তু ফোন দেখবেন কী করে। ফোনটিতে যে প্যাটার্ন লক বা পাসওয়ার্ড দিয়ে লক করা আছে।

মোবাইল স্টোরে নিয়ে গেলে মোবাইল ফোনটি আনলক করা যেতে পারে। কিন্তু আপনার সঙ্গীকে না জানিয়ে তা করা প্রায় অসম্ভব। কিন্তু এমন কিছু উপায় আছে যাতে আপনি ফোনটি আনলক করতে পারবেন খুব সহজেই অথচ আপনার পার্টনার তার টের পর্যন্ত পাবেন না। 

১. সব থেকে প্রথমে স্মার্টফোনটি সুইচ অফ করুন।

২. ফোন অফ করার পর ভলিউম বাড়ানোর বটন, পাওয়ার বটন আর হোম বটনকে এক সঙ্গে প্রেস করুন।

৩. তিনটি বটন এক সঙ্গে প্রেস করার পর আপনার মোবাইলের স্ক্রিনে কয়েকটি অপসন আসবে। তার মধ্যে  ওয়াইপ ডেটা, ফ্যাকট্রি রিসেট, ইনস্টল আপডেটকে সিলেক্ট করুণ।

৪. এরপর হ্যাঁ বা  না অপসন এলে হ্যাঁতে ক্লিক করুন। 

৫. এরপর স্মার্টফোনটি রিস্টার্ট করুন। রিস্টার্ট করতেই আপনার ফোন আনলক হয়ে যাবে।

তবে এই পদ্ধতিতে আপনি কেবল অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনলক করতে পারবেন।