ছবি: সংগৃহীত
(প্রিয়.কম) ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছরে আনা হয়, যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।
এর মধ্যেই, টাঙ্গাইলের সখীপুরে ক্রিকেট লিগ মাতিয়ে গেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বৃহস্পতিবার স্থানীয় সৃষ্টিসংঘ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট লিগের জমকালো ফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলায় গ্রিনলাইন একাদশ ও সৃষ্টিসংঘ একাদশ অংশ নেয়। সৃষ্টিসংঘ একাদশের হয়ে ৬১ বলে ৮০ রানের দুরন্ত এক ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের খেলা দেখতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে উৎসুক দর্শক মাঠে এসে জড়ো হতে থাকে।
৮০ রানে আউট হয়ে সাজঘরে ফেরামাত্র পুলিশের বাধা উপেক্ষা করে দর্শকরা আশরাফুলকে শুভেচ্ছা জানাতে মাঠে ভিড় করতে থাকে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে ভক্তরা। উপচে পড়া ভক্তদের জটলায় প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে মাঠের খেলা। ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হয়। খেলায় সৃষ্টিসংঘ একাদশ জয়লাভ করে।