আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ম্যাক্সওয়েল তাণ্ডবে সর্বোচ্চ রানের রেকর্ড করলো অস্ট্রেলিয়া

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় ৫৭ রানের মাথায় ওয়ার্নার ১৬ বলে ২৮ রান করে ফিরে যান।

এরপর ১৫৪ রানের মাথায় ফিরে যান উসমান খাজা (৩৬), আর ২৬৩ রানের মাথায় ১৮ বলে ৪৫ রান করে আউট হন ত্রাভিস হেড।

কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। তিনি পিটিয় তুলোধুনো করেন শ্রীলঙ্কার বোলারদের। মাত্র ৬৫ বলে করেন ১৪৫ রান! যেখানে ১৪টি চারের মারের পাশাপাশি ৯টি ছক্কার মার ছিল। স্ট্রাইক রেট ২২৩.০৭!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ। আজ ম্যাক্সওয়েল খেললেন ১৪৫ রানের ইনিংস। তাছাড়া টি-টোয়েন্টি এর আগে সর্বোচ্চ ২৬৩ রানের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছে অস্ট্রেলিয়া।