আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ব্রনের হাত থেকে মুক্তি পাওয়ার উপায়

ব্রনের সমস্যায় জর্জরিত? এতো সুন্দর মুখশ্রীতে ব্রেনর দাগ, বেশ অস্বস্তিকর বটে। তবে বেশ কিছু নিয়ম কানুন ফলো করলে আপনিও পারবেন এই ব্রনের হাত থেকে মুক্তি। তাহলে দেখে নিন কি করে ব্রনের হাত থেকে মুক্তি পাবেন

আপনি ফেসিয়াল ও স্টিমবাথ এবং মুখে বাষ্পভাব দিলে সুফল পেতে পারেন। মিষ্টি এবং গরম মসলাযুক্ত খাবার ত্যাগ করতে হবে। অতিরিক্ত রাত্রি জাগবেন না। প্রচুর পরিমানে পানি পান করুন। সবুজ শাক-সবজি ও টাটকা মৌসুমি ফল খান। বাজারে হাজারও ক্রিম/লোশন বাজারে আছে, এই হারবাল ক্রিম, ওমুক ভাইয়ের এরোমা । সবাই বলে ব্রন থেকে চির মুক্তি পেতে তাদের পন্যই সেরা। এই সব পন্য ব্যবহার করা ছাড়তে হবে,  এগুলো ক্ষতি ছাড়া, ব্রন ভাল করার কোনো ক্ষমতা রাখেনা।

ব্রনের চিকিৎসাঃ

ক্যাপসুলঃ টেট্রাসাইক্লিন-250mg প্রতি ৬ ঘন্টা পর পর ২১ দিন খেতে হবে। (এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবেনা) সাথে ক্রিমঃ “রেটিন-এ” চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যায়।


ট্যাগঃ ব্রন, ব্রনের হাত থেকে মুক্তি, ব্রনের হাত থেকে মুক্তির উপায়, কিভাবে ব্রনের হাত থেকে মুক্তি পাওয়া যায়